আবুল হাসনাত রিন্টু, ফেনী জেলা প্রতিনিধি: ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় ৫ নং মহামায়া ইউনিয়নের উত্তর সতর গ্রামে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।নিহতরা হচ্ছেন- টিপু সুলতানের সন্তান তানহা (৮) ও তামিম (৭)।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে দুই ভাইবোন খেলতে খেলতে ঘর থেকে বের হয়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে এক পর্যায়ে পরিবারের লোকজন তাদের খুজতে থাকে। পরে বাড়ির পুকুর থেকে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য জাকির আহাম্মদ জানান, দীর্ঘদিন টিপু সুলতান উত্তর সতের গ্রামের একটি ঘরে ভাড়া থাকতেন। পাশের একটি মুরগির খামারে তিনি কাজ করেন। বৃহস্পতিবার ওই ভাড়া ঘরের পাশের পুকুর থেকে তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের রামগড় উপজেলার কয়লা এলাকায় তাদের বাড়ি।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, মহামায়া ইউনিয়নের উত্তর সতেরো এলাকায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]