চাঁদপুর: চাঁদপুর শহরের পুরানবাজার পশ্চিম শ্রীরামদি ডাঃ আব্দুল হাই আখন বাড়ি সংলগ্ন ব্রীজের গাইড ওয়াল ধসে পড়ায়, পাশের বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে বৃষ্টির পানি গড়িয়ে পুরাতন এই ব্রীজটির এক পাশের গাইড ওয়ালের বেশীরভাগ অংশ ধসে পড়ে। এতে করে গাইড ওয়াল লাগুয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
স্থানীয়রা জানায়, জোয়ারে পানি বৃদ্ধি ও গত কয়েক দিনের টানা বৃষ্টিতে গাইড ওয়াল ধসে পড়েছে। এটি দ্রুত সংস্থার করা না হলে যেকোনো মুহূর্তে বৈদ্যুতিক খুঁটি হেলে পরে বড় ধরনের দুর্ঘটনার সৃষ্টি হতে পারে।
এটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই দাবি স্থানীয়দের।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]