রাকিব হাসান আকন্দ:গাজীপুরের শ্রীপুরে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষকদের একটি র্যালী শ্রীপুর পৌর শহর প্রদক্ষিণ করে শ্রীপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের সভাপতিত্বে অণুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি। শিক্ষক প্রতিনিধি ছাড়াও সভায় বক্তব্য দেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার মেজবাহ, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ মোকছেদুর রহমান, শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, পিয়ার আলী বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবুল খায়ের, মিজানুর রহমান খান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফকির আনোয়ার হোসেন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবীর হিমুসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিবৃন্দ।বক্তারা শিক্ষকদের কল্যাণে বর্তমান সরকারের নানা অবদানের কথা তুলে ধরে নিজেদের মর্যাদা অক্ষুন্ন রাখার প্রত্যয় ব্যাক্ত করেন। একইসাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ধারাবাহিকভাবে জাতীয়করণের আওতায় আনার দাবী জানান। সভ্যতার আধুনিকায়নে শিক্ষকদের ভূমিকার নানা শ্লোগান সংবলিত ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে শিক্ষকেরা ওইসব কর্মসুচীতে যোগ দেন।