আবুল হাসনাত রিন্টু, ফেনী জেলা প্রতিনিধি: ফেনী জেলায় পালিত হয়েছে প্রথমবারের মত সংবিধান দিবস। এ উপলক্ষে শুক্রবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।সভায় জেলা প্রশাসক বলেন, আন্তর্জাতিকভাবে গর্ব করার মত আমাদের অর্জন হল সংবিধান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্বের কারণ অতি অল্প সময়ে আমরা একটি সংবিধান পেয়েছি। যেখানে সকল নাগরিকের অধিকারের কথা বলা হয়েছে।সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাস।সংবিধান প্রসঙ্গে আরও বক্তব্য রাখেন জেলায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, ও বিভিন্ন সেবা প্রতিষ্টানের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধিরা সহ আরো প্রমুখ।