মাহাথির মোহাম্মদ সরকারের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন। পরিচিত ছিলেন ক্যারিশম্যাটিক, উচ্চাকাঙ্ক্ষী ও সংস্কারপন্থী রাজনীতিক হিসেবে। ভাবা হয়ে থাকে, মালয়েশিয়ার আজকের উন্নয়নের পেছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তাঁকে ভাবা হতো মাহাথিরের উত্তরসূরি। কিন্তু ১৯৯৮ সালে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন মাহাথির। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও সমকামিতার অভিযোগে মামলা হয়। তখন অনেকেই ধরে নিয়েছিলেন, তাঁর রাজনৈতিক জীবন শেষ হয়ে গেল। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তিনি আবার ফিরে এলেন। যিনি তাঁর জীবন দুর্বিষহ করে তুলেছিলেন, তাঁকে কারাগারে পুরে রেখেছিলেন, তাঁর রাজনৈতিক জীবনই শেষ করে দিচ্ছিলেন, সেই মাহাথিরের সঙ্গে গত নির্বাচনে জোট বেঁধেছিলেন। জোটের প্রতিশ্রুতি অনুযায়ী, তাঁদের সরকারের আমলে মাহাথির ও তিনি প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগি করে থাকার ছিল। কিন্তু মাহাথির প্রতিশ্রুতি ভঙ্গ করলে আবার তাঁর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেস্তে যায়। এত কিছুর পরও তিনি ঘুরে দাঁড়িয়েছেন। ২৫ বছরের দীর্ঘ অপেক্ষা আর সংগ্রামের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন। সেই তিনি আনোয়ার ইব্রাহিম।