সোহেল রানা; মেহেরপুর জেলা প্রতিনিধি:মেহেরপুরে বিশ্বমানবাধিকার দিবস-২২ পালিত হয়েছে।এবারের প্রতিপাদ্য "মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়ণতায় দাঁড়াবো সবাই মানবাধিকার সুরক্ষায়"শনিবার (১০ডিসেম্বর-২২) সকাল ১০ঘটিকার সময় মেহেরপুর সদর উপজেলার মল্লিক পাড়াস্থ ডক্টর'স ল্যাব (তৃতীয় তলা) হেল্প ফাউন্ডেশনের হলরুমে বিশ্ব মানবাধীকার দিবস-২০২২ আন্তর্জাতিক মানবাধিকার আইন সহয়তা কেন্দ্ৰ, মেহেরপুর জেলা শাখার হেল্প ফাউন্ডেশনের সহযোগীতায় যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।আজকের শপথ হোক সবার জন্য সুন্দর একটি পৃথিবী। আপনার অধিকার প্রতিষ্ঠায় আমরা সদা প্রস্তুত। বিশ্ব মানবাধিকার দিবস - ২০২২ এই পৃথিবী আমাদের পালত্রী, আমাদের জননী, সভ্যতার পীঠস্থান, বিশ্বের কাছে প্রশ্ন কেন মানবতার জন্য, মানব সভ্যতার জন্য হাজার হাজার কোটি মানুষ ভয়ঙ্কর অস্ত্রের মহা উৎসবের স্বীকার। আর কত রক্ত, আর কত সময় দিলে সুন্দর হবে পৃথিবী। যেখানে সভ্যতার নামে চলছে বিভৎস্য শিহরীত কল্পনাকেও হার মানায় চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। তাই আজ এই মানবাধিকার দিবসে অন্ধকার থেকে শুরু হোক আলোর পথের সন্ধান। একটি সুন্দর মানবিক পৃথিবী গড়ার প্রত্যয়। জয় হোক মানবতার, জয় হোক পৃথিবীর ।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (আসক), মেহেরপুর জেলা শাখা সভাপতি- সাংবাদিক কামরুজ্জামানের সভাপতিত্বে-
মেহেরপুরে বিশ্বমানবাধিকার দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ রফিকুল ইসলাম, মেহেরপুর মহিলা কলেজ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ছিলেন- সাংবাদিক, কলামিষ্ট মোঃ রফিকুল আলম।আরোও উপস্থিত ছিলেন- রফিকুল ইসলাম পথিক, মহিদুল ইসলাম, আরিফুল হোসেন, হামিদুল হক, মিজানুর রহমান, রবিউল ইসলাম, এম. সোহেল রানা, গোলাম মর্তুজা, রফিকুল ইসলাম, শফিউল ইসলাম (স্বপন বিশ্বাস), আক্কাস আলী, আনোয়ার, শরিফুল ইসলাম (শরিফ), শফিকুল ইসলাম সেন্টু, নূর আলম, মাজিদ আল মামুন প্রমুখ। উপস্থিত ছিলেন- প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- দিলারা জাহান, যুগ্ম সাধারন সম্পাদক, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (আসক), মেহেরপুর জেলা শাখা ও নির্বাহী পরিচালক-হেল্প ফাউন্ডেশন, মেহেরপুর।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (আসক), মেহেরপুর জেলা শাখা ও হেল্প ফাউন্ডেশনের সহযোগীতায় গরিব ও দুঃস্থ্যদের আর্থিক অনুদান ও সেলাইমেশিন সহায়তা প্রদান করা হয়- রুমা খাতুনকে সেলাইমেশিন ১টি, নাসিমা খাতুন, শেলীতা খাতুন, জাহাঙ্গীর হোসেন (প্রতিবন্ধি)কে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]