বোরহান উদ্দিন গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের শাকের পেকেরখাল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর রাতে গায়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের শাকের পেকেরখাল গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লন্ডন প্রবাসী মুহিবুল ইসলামের দাবি, বিষ প্রয়োগে পুকুরে কয়েক লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, কয়েক মাস আগে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের রেণু চাষ করি। কিন্তু গত বৃহস্পতিবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। তিনি আরোও দাবী করেন আনুমানিক ৪০ লক্ষ টাকা মতো ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরো জানান, প্রবাস জীবন শেষে প্রায় ১৩ বছর যাবত তিনি মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। গত বন্যায়ও মারাত্মক ক্ষতির সম্মুখীন হই। এখন আবার এ ধরনের একটি ঘটনা আমাকে চরম ক্ষতির মুখে ফেলেছে। এ ঘটনায় তিনি সিলেটের গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের খোজে বের করে আইনের আওতার আনার আহ্বান জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]