নুর মোহাম্মদ সুমন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হটাৎ ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি এয়ার লাইন্সের দুইটি ফ্লাইট নভোএয়ার ও ইউএস-বাংলা। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা ও ৯টায় ফ্লাইট দুইটি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে যায়। পরে ঘন কুয়াশার কারণে অবতরণ করতে না পেড়ে দীর্ঘক্ষণ আকাশে চক্কর দিয়ে অবশেষে আবার ঢাকায় ফিরে আসে। এতে ঢাকাগামী প্রায় শতাধিক যাত্রীর যাত্রা বাতিল হয় এবং ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে আসা যাত্রীদের পুনরায় ফিরে যেতে হয় বলে জানা গেছে। সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ৮টা ও ৯টার ফ্লাইট এসে ঘন কুয়াশার জন্য অবতরণ করতে পারেনি। সন্ধ্যার পর হটাৎ কুয়াশা বেড়ে গিয়ে বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় এমনটি হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]