জাহিদুল ইসলাম, বরিশাল জেলা প্রতিনিধি: বাকেরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান এর যোগদানের পরই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রথম অভিযানে বাকেরগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিমল চন্দ্র শীলের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী বিপুল চন্দ্রকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন বাকেরগঞ্জ থানা পুলিশ।২৪১২/২০২২ ইং শনিবার সকাল ১০:০৫ মিনিটির সময় বাকেরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের যুব উন্নয়নের সামনে বরিশাল পটুয়াখালী মহাসড়কের পাশে মাদক বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে এস আই মাহামুদ হাসান, এ এস আই আহসাব উদ্দিন, এ এস আই মামুন ও এ এস আই আজাদ হোসেন এর নেতৃত্বে মাদক কারবারি বিপুল চন্দ্র শীলকে আটক করে তার জিন্সের প্যান্টের পকেটে থাকা দশ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থন থেকে উপস্থিত সাক্ষী উপস্থিতিতে তাকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশে হাজির করা হয়। বিপুল চন্দ্র শীলকে গ্রেফতারের পরে পুলিশের জিজ্ঞাসায় তিনি জানান জাহিদুল ইসলাম সাকিব নামে এক জন তাকে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তার কাছে ইয়াবা পৌঁছে দেয়। উক্ত মামলায় বিপুল চন্দ্র শীল মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রি করে এবং জাহিদুল ইসলাম সাকিব তাকে সহয়তা করে বলে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য আইন এর (৩৬)১সারনির১০(ক)/৪১ ধারায় একটি মামলা হয়।বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান সাংবাদিকদের জানান, আমি অত্র থানায় যোগদানের পর থেকে শুধু একটি বিষয়ের উপর সকলের বক্তব্য শুনেছি মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে হবে নয়তো বাকেরগঞ্জের যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি বাকেরগঞ্জ বাসির প্রানের দাবী এই ব্যবসায়ী ও মাদক সেবীদের নিমূল করবো ইনশাআল্লাহ। মাদকের সাথে জড়িত কোন ব্যক্তিকে ছাড় দেয়া হবে না।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]