পৌরসভার সচিব গিফারি বলেন, মেয়র পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব শাখায় দায়িত্ব পালন করতে বলেছিলেন। কেউ যেন নিজ শাখার কাজ ছেড়ে অন্য শাখার কাজে হস্তক্ষেপ না করে এবং কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না হয় সেজন্যও নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও অভিযুক্তরা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, পৌরসভায় দায়িত্বরত সকলকে স্ব স্ব বিভাগে দায়িত্ব পালন করতে পূর্বে থেকেই নির্দেশনা ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে বরখাস্ত করা হয়েছে।