শেখ নয়ন, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় উপজেলা পরিষদের আয়োজনে বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা মূলক দুই দিনব্যাপী প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।রবিবার ১৫ই জানুয়ারি উপজেলা পরিষদের হল রুমে সকাল দশটা থেকে একটা পর্যন্ত বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা মূলক দুই দিনব্যাপী প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মহিলা বিষয়ক দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিচালন স্থানীয় সরকার বিভাগ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকা প্রতিনিধি মো আসলাম খান এর তত্ত্বাবধানে,এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতির সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন,উপজেলা সহকারী কমিশনার ভূমী প্রদীপ্ত রায় দীপন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা পারভীন,
পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, লোহাগড়া থানার তদন্ত ওসি হারানচন্দ্র পাল প্রমুখ।
এ ছাড়াও বক্তব্য রাখেন লক্ষীপাশা ইউনিয়ন চেয়ারম্যান নুর মোহাম্মদ, জয়পুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন,সাংবাদিক ওবায়দুর রহমান এবং কাজি তসলিম উদ্দিন লস্কর প্রমুখ।
এ কর্মশালায় ৬ ইউনিয়ন চেয়ারম্যান, ১৮ জন মেম্বার, ৩ জন কাউন্সিলর,১৩ জন প্রধান শিক্ষক,৮ জন কাজী,৫ জন
পুরোহিত, ৩ জন সুশিল সমাজ, ৭ জন সাংবাদিক সহ প্রথম দিনে মোট ৬০ জন এই কর্মশালায় অংশগ্রহণ করেন।