বরিশাল প্রতিনিধি:পুলিশের অভিযানে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক শিশু উদ্ধার।
১৮/১/২০২৩ ইং বুধবার দুপুরে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার লেবার ওয়ার্ডের ভর্তি কৃত কাকলি বেগম (২০), নামের এক মহিলার নবজাতক চুরি হওয়ার এক ঘন্টার মধ্যেই পুলিশের অভিযানে উদ্ধার হয় বাচ্চাটি।
১৬/১/২০২৩ ইং সোমবার বিকাল ৪:৩০মিনিটের সময় প্রসুতি কাকলি বেগম প্রসবের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
১৭ /১/২০২৩ মঙ্গলবার ২:৪০ মিনিটের সময় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সে একটি পুত্র সন্তান প্রসব করেন।
১৮/১/২০২৩ ইং বুধবার দুপুরে ১২ টার সময় ঘুমন্ত মায়ের পাশে নবজাতক কে রেখে প্রসূতি কাকলী বেগমের ননদ বাথরুমে গেলে ঘুমন্ত মায়ের পাশ থেকে নবজাতক শিশুটি এক মহিলা চুরি করে নিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় মেডিকেল কর্তৃপক্ষকে ঘটনাটি জানান। এবং শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
পরবর্তীতে পুলিশের অভিযানে আমানতগঞ্জ পানির পাম্প এলাকা থেকে কাপরে পেচানো অবস্হায় এক মহিলার নিকট থেকে নবজাতক শিশু টিকে উদ্ধার করা হয়।
আটককৃত মহিলা হলেন, চরমোনাই ইউনিয়ন চরহোগলা গ্রামের বাসিন্দা মোঃ আমিন বিশ্বাসের স্ত্রী শাহিনুর বেগম।
বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভূঁইয়া এর উপস্থিতিতে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকটিকে তার মায়ের কাছে হস্তান্তর করেন।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান,
আটককৃত মহিলা শাহিনুর বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।