শেখ মিহাদ, ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি দয়াল বাবা গনিশাহ (রঃ) এর তিন দিনব্যাপী পবিত্র বার্ষিক ওরস ও মেলাকে কেন্দ্র করে মাজারের দক্ষিণ ও পূর্ব দিকে প্রায় ২০০শ’ উপরে গাঁজার দোকান বসেছে এখানে প্রকাশ্যে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন ও বিক্রি করছে একশ্রেণির মাদকসেবী ও কথিত মাজারভক্তরা। এই অবৈধ মাদক বিক্রি ও সেবন যেন এখানে একেবারেই বৈধ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ওরসের প্রথম রাতে সরজমিনে মেলা এলাকা ঘুরে দেখা গেছে, লাখো মানুষের ভিড়। এক কিলোমিটার এলাকাজুড়ে চলছে মেলার নানা কার্যক্রম। বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। মাজার এলাকায় আশেকান-ভক্তের উপচে পড়া ভিড়। মাজারটির দক্ষিণ ও পূর্ব দিকে কবরস্থানসংলগ্ন এলাকায় গাঁজা-মদ সেবন ও বিক্রির জমজমাট আসর চলছে। পুলিশ ও প্রশাসনের নজরদারি সত্ত্বেও সেখানে প্রকাশ্যে গাঁজাসহ বিভিন্ন মাদকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। আর এসব আসরে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উঠতি বয়সের যুবকদেরকেও দেখা যায় গাঁজা সেবন করতে। অনেক মাদক ব্যবসায়ী সাধু-সন্ন্যাসী সেজে মাদক বিক্রি ও সেবন করছে। পাশাপাশি অসামাজিক কার্যকলাপও চলছে বিরামহীনভাবে।
মাজার পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক ইলিয়াস মাদকের কথা স্বীকার করে বলেন, আমাদের মাজার এরিয়ার ভিতরে গাঁজা সেবন সম্পূর্ণ নিষেধ। মাজারের দক্ষিণ ও পূর্ব দিকে কিছু আসর আমার নজরে এসেছে যা আমি ইতিমধ্যে প্রশাসনকে অবহিত করেছি।
এ ব্যপারে জানতে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার,বলেন, মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। আমি আপনার মাধ্যমে বিষয়টি জানলাম সে জন্য আপনাকে ধন্যবাদ। আমি বিষয়টি দেখছি কোনোভাবেই যেন সেখানে মাদক বিক্রি ও সেবন না করা হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে।