রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ১৬ এপ্রিল ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২ | ১৭ শাওয়াল ১৪৪৬
পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ডিসির অনুদান
মোঃ যুবরাজ মৃধা, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী, নগদ টাকা ও ঢেউটিন সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজন এবং দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগীতায় ক্ষতিগ্রস্থ ৪৩ পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাজেদুল ইসলাম সজল, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবারের মধ্যে ৯ জন ঘর মালিককে তিন বান্ডিল টিন, নয় হাজার করে টাকা ও শুকনো খাবার, ৩৪ টি ভাড়াটিয়া পরিবারের প্রত্তেককে দুই বান্ডিল টিন ছয় হাজার করে নগদ টাকা ও শুকনা খাবার এছাড়া তিন জন শিক্ষার্থীকে দশ হাজার করে নগদ টাকা ও বই প্রদান করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.