সুমন নীলফামারী প্রতিনিধিঃনীলফামারীর র্যাব -১৩ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৪২ বোতল ফেন্সিডিল ইজি বাইকে পরিবহনের সময় ইজি বাইকসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৮.৫০ টায় নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামে একটি ইজি বাইকে ২৪২ বোতল ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় দুইজন মাদক ব্যবসায়ীকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে র্যাব ১৩ নীলফামারীর একটি টিম।
আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার পশ্চিম ফকিরপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৭) একই থানার চেকপোস্ট গ্রামের আনছার আলীর ছেলে আশাদুল ইসলাম (২০)।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী বলেন, র্যাব -১৩ নীলফামারী এর ডিএডি আব্দুল্লাহ আল মাসুদ বাদী হয়ে এজাহার দাঁয়ের করে আসামিদের থানায় সোপর্দ করেন। এজাহারের প্রেক্ষিতে আসামীদয়কে আজ কোর্টে সোপর্দ করা হয়।