1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

নারী নির্যাতনের প্রতিবাদে কানাডিয়ান ভার্সিটি শিক্ষার্থীদের মানববন্ধন

ফিয়াদ নওশাদ ইয়ামিন,রামপুরা থানা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

ফিয়াদ নওশাদ ইয়ামিন, রামপুরা থানা প্রতিনিধি: দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের মানববন্ধন।দেশে চলমান ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বাড্ডা ক্যাম্পাসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে শিক্ষার্থীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধের আহ্বান জানান। শিক্ষার্থীরা বলেন, “নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা না নিলে আমাদের ভবিষ্যৎ আরও অন্ধকার হবে। আমরা একটি নিরাপদ সমাজ চাই, যেখানে নারীরা ভয়ের মধ্যে না থেকে স্বাধীনভাবে চলতে পারবে।”

মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে সচেতন অভিভাবকবৃন্দ প্রকাশ করেন।
তারা বলেন, “শুধু আইন প্রণয়ন নয়, তার সঠিক বাস্তবায়নও জরুরি। বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা ও প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে অনেক অপরাধী শাস্তি থেকে বেঁচে যায়, যা নারীদের জন্য আরও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করে।”

এছাড়াও শিক্ষার্থীরা বলেন, “আমরা গত ১৮ই জুলাই থেকে জীবনের ঝুঁকি নিয়ে কোটা আন্দোলন করেছি, রক্তমাখা শার্ট ,
নিয়ে আজকে এই বিপ্লবী সরকার ক্ষমতায়। তাহলে কেন তারা আমাদের নিরাপত্তা দিতে পারছে না? কেন আমাদের সন্ধ্যার পরে বাসা থেকে বের হতে ভয় পেতে হচ্ছে? স্বাধীন দেশে আমরা কেন নিজেদের অসহায় মনে করছি?” তারা সরকারের উদ্দেশে বলেন, “নিরাপত্তার বিস্তারে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু আইনি কাঠামো থাকলেই চলবে না, বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আমরা রাষ্ট্রের নাগরিক, আমাদের নিরাপত্তা দেওয়া সরকারের প্রধান দায়িত্ব।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করেন, এ ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে তারা ভবিষ্যতেও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালিয়ে যাবেন এবং একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনের জন্য সক্রিয় থাকবেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানান, যেন ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হয় এবং দ্রুত বিচার নিশ্চিত করা হয়। তারা আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে নৈতিক মূল্যবোধ ও মানবিকতা চর্চা বাড়ানো ছাড়া এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয়।

ফিয়াদ নওশাদ ইয়ামিন
মিডিয়া কমিউনিকেশন এন্ড জার্নালিজম ডিপার্টমেন্ট
কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি