মোহাম্মদ সাইফুল ইসলাম খান ফয়সাল, বিশেষ প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলার বাংলাদেশ কৃষকলীগ সভাপতি সিরাজ এবং তার দুই পুত্র জাকের ও রাসেলের হাতে ভাইয়ের মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং শীলতাহানী করে ও আঙ্গুল ভেঙ্গে দেওয়ার ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় জনাব সিরাজ উল্লা পুকুরের মাছ চুরি করে নিয়ে যাওয়ার সময় ভিকটিম জেমি দেখে ফেলে এবং চোর চোর বলে চিৎকার করলে বাংলাদেশ কৃষক লীগ নেতা সিরাজ ভাইয়ের মেয়ে জেমিকে একা পেয়ে মুখ চেপে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় ও কাপড় চোপড় টানাহেচড়া করে শীলতাহানি করে।
ভিকটি্ম জেমি চিৎকার করলে বাংলাদেশ কৃষক লীগ নেতা সিরাজ পাশে থাকা লোহার রড় দিয়ে মাথায় আঘাত মারলে ভিকটিম জেমি তার ডান হাত দিয়ে ঠেকাইলে বৃদ্ধা আঙ্গুলের নিচে পড়ে আঙ্গুলের নিচে ভেঙ্গে যায় ও ডান হাতে এলোপাতাড়ি আঘাত করে নীলা ফুলা জখম করে।
উল্লেখ্য দাগন ভুঁইয়া উপজেলার সাধারণ মানুষ এই সন্ত্রাসী কৃষকলীগ নেতা সিরাজ ও তার দুই ছেলের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ। সাধারণ মানুষ তাদের ভয়ে কথা বলতে পারে না সব সময় আতঙ্কগ্রস্থ হয়ে থাকে। এলাকার সাধারণ মানুষের প্রশাসন ও সরকারের কাছে একটি দাবি অতি দ্রুত এই সন্ত্রাসীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করা।