গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি:ঈদুল ফিতরের দিনেই পর্যটকের ঢল নেমেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র- জাফলং, রাতারগুল, বিছনাকান্দি ও পান্তমাইয়ে। আর এতে যেন প্রাণ ফিরে পেয়েছে উপজেলার সবকটি পর্যটনকেন্দ্র।সোমবার (৩১ মার্চ) ঈদের দিন থেকেই উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় দেখা গেছে ভ্রমণপ্রিয়দের।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে স্বচ্ছ পানির জলরাশি সাদা পাথর ও সাত পাহাড়ের মিলন মেলা ওপারের ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য উপভোগ করেছেন দর্শনার্থীরা। উপজেলার জাফলং, বিছনাকান্দি, সোয়াম ফরেস্ট রাতারগুল ছাড়াও পান্তুমাই মায়াবী ঝর্ণা, জাফলং চা বাগানে পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সিলেট খাদিম নগর থেকে ঘুরতে আসা কয়েকজন পর্যটক জানান, পাহাড়, পাথর আর স্বচ্ছ জলের সমাহার দেখে তারা বিমোহিত হয়েছেন। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে তারা এসেছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে।
Notifications