উজিরপুর উপজেলা প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে দুজনকে থানা পুলিশ উদ্ধার করেছে। এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে উজিরপুরের ধামরাইল ইউনিয়নের মোড়াকাঠী গ্রামের ফরাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক যুগল হলেন- গৌরনদীর উত্তর পালরদী গ্রামের আকবর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন ও তার পরকীয়া প্রেমিকা উজিরপুরের বামরাইল গ্রামের সৌদি প্রবাসী আশরাফুল ইসলাম মিন্টুর স্ত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রবাসীর স্ত্রী এবং ওই যুবককে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। কেউ একজন যুবককে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন। এ সময় ওই নারী অনেক অনুনয় বিনয় করেও রক্ষা পাননি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications