জামালপুর সংবাদদাতা: জামালপুর শহরের ডাকপাড়ার অতিরিক্ত মুল্যে পেয়াজ বিক্রি ও আড়তে মুল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৫ পেয়াজ ব্যবসায়ীকে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালত। আজ দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াছমিন সদরের নান্দিনাতে ও জাতীয় গোয়েন্দা সংস্থা এন এস আই এর তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের কার্য়ালয়ের নির্বাহী হাকিম মো: ইবনুল আবেদিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে র্যাব-১৪ । অভিযানে আলহাজ্ব জহুরুল হক কাচা মার্কেটে অতিরিক্ত মূল্যে পেয়াজ বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে সিয়াম সিনান এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্তাধিকারী আব্দুল জলিলকে ৩০ হাজার টাকা এবং মেসার্স দিদার এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী দিদারুল আলমকে ৩০ হাজার টাকা ও নান্দিনা বাজারের ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারায় এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম, র্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার এম এম সবুজ রানা,স্কোয়াড কমান্ডার
আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। পেয়াজের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও আইন শৃংখলা বাহিনী জেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]