সাব্বির হোসেন, শরনখোলা সংবাদদাতাঃ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় মুজিববর্ষের শুভেচ্ছা ও উপহার হিসেবে পাকাঘর পাচ্ছেন হতদরিদ্র গৃহহীন ১৯৭ টি পরিবার। মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্তঅর্থে সরকারী জমিতে নির্মীত হয়েছে এসব পাকা ঘর ।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিজ তহবিল থেকে ভূমিহীন হতদরিদ্র জনগোষ্ঠির জন্য উপজেলার ৪টি ইউনিয়নে সরকারী খাস জমিতে টিনের ছাউনি দিয়ে বারান্দাসহ দুই কক্ষ বিশিষ্ট পাকা ঘর নির্মাণ করা হয়েছে। মুজিববর্ষের উপহার এ সকল বাড়ী আগামী ২০ জানুয়ারী সারাদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানান, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত ভূমিহীনদের জন্য জমিসহ পাকা ঘর শরণখোলায় উপজেলায় প্রাথমিক ভাবে ১৯৭টি হতদরিদ্র ভূমিহীন পরিবার পাচ্ছেন। ঘরপ্রাপ্তদের তালিকা চুড়ান্ত করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যায় হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। নির্মীত এসব ঘরে বিদ্যুত সংযোগসহ স্বাস্থ্য সম্মত টয়লেট রয়েছে বলে ইউএনও জানান।