মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
বৃহস্পতিবার সকালে মহেশপুর অফিসার্স ফোরামের উদ্যোগে মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, পৌর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাফ্ফার হোসেন, মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার, ফতেপুর শামছুদ্দীন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, কৃঞ্চপুর দাখিল মাদ্রাসার সুপার আবুল হাশেম, অফিসার্স ফোরামের নির্বাহী সদস্য প্রভাষক রফিকুল ইসলাম, সুন্দরপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইছাহক আলী, মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুল আলম, শুকুর আলী, ইয়াকুব আলী, মহেশপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম এনামুল হক দুলু প্রমুখ। উল্লেখ্য, উপজেলার ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়, ২৫টি মাদ্রাসা ও ১০টি কলেজের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫শ টি শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।