সাইফুল ইসলাম,মহেশপুর(ঝিনাইদহ)থেকেঃ
মাদক যুব সমাজকে ধ্বংস করছে, বিজিবি ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা কোনভাবেই ছাড় দেবো না। রবিবার সকালে মহেশপুর ৫৮ বিজিবি’র সদর দপ্তরে মাদক ধ্বংসকরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন, এনডিসি, পিএসসি, টিই এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, চয়াডাঙ্গা বিজি হাসপাতালের অধিনায়ক লে. কর্নেল এ টি শাহরিয়ার আহম্মেদ, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল, ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক নজরুল ইসলাম খান, মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ১কোটি ৮৭লক্ষ ৫৫হাজার ৭৪৯ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকদ্রব্যে মধ্যে রয়েছে ৩১,৮৮৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ১০৭ বোতল ডায়ালেক্র সিরাপ, ৩৩৮৯ বোতল ভারতীয় মদ, ৯লিটার বাংলা মদ, ৯বোতল ভারতীয় বিয়ার, ১৫৫.৮১৪ কেজি গাজা এবং ১০১৭ পিচ ইয়াবা। মহেশপুর ৫৮ বিজিবি’র সদর দপ্তরের মাঠে এ সমস্ত মাদক ধ্বংস করা হয়।