মোঃআমজাদ হোসেন রাজশাহী ব্যুরো:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের ফার্মেসি গুলোতে বেশি দামে বিক্রি হচ্ছে ঔষধ,রাজশাহী মহানগরীর লক্ষীপুর বাজার,সাহেব বাজার জিরোপয়েন্ট, কাটাখালী বাজারে সার্জেল ৪০ বিক্রয় করা হচ্ছে ৯০ টাকা মূল্যেয় । ঠিক তার বিপরীত হচ্ছে বানেশ্বর বাজারে সার্জেল ৪০ দাম নেয়া হচ্ছে ৯৫ টাকা।
ঔষধের দাম বেশি নেয়ার বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে বানেশ্বর ফার্মেসি মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা বলেন আমরা সরকারি নির্ধারিত মূল্যের বেশি ঔষধের দাম নিচ্ছি না সার্জেল ৪০ দাম আমরা নিচ্ছি ৯৫ টাকা। রাজশাহী নগরীর সকল ফার্মেসি গুলোতে সার্জেল ৪০ রাখা হচ্ছে ৯০ টাকা আর বানেশ্বর বাজারে ফার্মেসি গুলোতে রাখা হচ্ছে ৯৫ টাকা।
এর কারন বিষয়ে জান্তে চাইলে বানেশ্বর ফার্মেসি মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা বিষয় টি এড়িয়ে যান তিনি বলেন কোন ফার্মেসি কি দামে দিলো তা দেখার সময় আমাদের নাই কেউ যদি কেনা দামে ঔষধ বিক্রয় করে থাকে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা সরকারি নির্ধারিত মূল্যের বেশি ঔষদের দাম রাখছি না।