মোঃ মাসুম, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:- মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে একটি কাতল মাছ ৪৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।
আজ বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে মাওয়া ঘাটের নাদিম মিয়ার মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধার আড়ত থেকে ৪৬ হাজার ৪০০ টাকায় ওই কাতল মাছটি কিনে নেন ঢাকার এক ব্যবসায়ী।
এর আগে বুধবার ভোড় রাতে লৌহজং উপজেলার মাওয়া মৎস্য আড়তের পূর্ব ছিডারচর এলাকার পদ্মা নদীত ধরা পড়ে ২৯ কেজি ওজনের এই বিশাল আকৃতির কাতল মাছটি। উজ্জল নামের জেলের জালে ধরা পড়ে মাছটি
মাছটি মাওয়া মাছ ঘাটে নিয়ে আসলে মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনগণ।
মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধা জানান, কাতল মাছটি পাইকারী দরে সকালে বিক্রি করা হয়েছে। এমন বড় আকৃতির কাতল, রুই মাছের চাহিদা অনেক বেশি। প্রতি কেজি মাছ এক হাজার ৬৫০ থেকে এক হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।