রবিউল হাসান রাজিব,ফরিদপুর জেলা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একের পর এক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শনিবার সকালে শহরের আলিপুর মোড়ে অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি নেতা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার হোসেন জুয়েল ও বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান নেতৃত্বে মিছিল থেকে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একের পর এক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।