লিয়াকত রাজশাহী ব্যুরোঃ আসন্ন ২৮ ফেব্রুয়ারি পবা উপজেলার উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলীকে বিজয়ী করার লক্ষ্যে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় দর্শনপাড়া শহীদ এএইচএম কামরুজ্জামান মহাবিদ্যালয় প্রাঙ্গনে দর্শনপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ কামরুল হাসান রাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন।
উক্ত সভায় ১ নং দর্শনপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শান্তর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী।
নির্বাচনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম ও ভাইস-চেয়ারম্যান ওয়াজেদ আলী, রাজশাহী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলফোর রহমান, নওহাটা পৌরসভা নবনির্বাচিত মেয়র মোঃ হাফিজুর রহমান হাফিজ, হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, হরিয়ান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মফিদুল ইসলাম বাচ্চু, হুজুরিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পবা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ দপ্তর সম্পাদক নজরুল ইসলাম ও পবা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম রাজু সহ পবা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
৪৩ views