আগৈলঝাড়া, বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে
জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী
ম্যাজিষ্ট্রেট মোঃ আবুল হাশেম। উপজেলার পয়সারহাট বন্দরে ভ্রাম্যমান আদালত
অভিযান পরিচালনা করে ১হাজার ৬শত টাকা জরিমানা করেন। উপজেলা প্রশাসনের
উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবুল হাশেম এই অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলার পয়সারহাট বন্দরের হোটেলে মূল্য তালিকা না থাকায় মোঃ আলমের
হোটেলকে ৫শত টাকা, মন্টু লালের হোটেলকে ৩শত টাকা, রতন মধুর হোটেলকে ৩শত
টাকা ও বিধান ঘোষের হোটেলকে ৫শত টাকাসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে
১হাজার ৬শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় ভ্রাম্যমাণ
আদালতের অভিযানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার এসআই খায়রুল ইসলাম,
উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার, উপজেলা নির্বাহী অফিসের
অফিস সহকারী মোঃ ছিদ্দিক মিয়া।