এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরি নয়’এ প্রতিপাদ্য ধারণ করে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ২ মার্চ সকালে উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে, কেন্দ্রীয়ভাবে দিনটি পালনের পাশাপাশি ইসির মাঠ প্রশাসনেও ভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা নির্বাচন কমিশন দিবসটি পালন করেছে।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অফিসার ইনচার্জ এর প্রতিনিধি বিকাশ চন্দ্র সরকার ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী সবুজ আহমেদ।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন,সরকার ভোটারদের অহেতুক হয়রানি রোধকল্পে সারাবছরই ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চালু করেছে। বয়স আঠারো হওয়ামাত্র যেকোনো ব্যাক্তি অনলাইনে আবেদন করে ভোটার নিবন্ধন করতে পারবে। তাই নতুন ভোটারদের আগ্রহভরে তাদের পরিচিতির জন্য আবেদন করতে হবে। আলোচনার পর্ব শেষে নতুন ভোটারদের হাতে নিবন্ধন স্লিপ তুলে দেয়া হয়।