ওসিবুর রহমান ও বক্কর শেখের নেতৃত্বে ৫ মার্চ শুক্রবার সকাল ১০টায় মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজের সামনের রাস্তায় রাড়িপারা ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আহবায়কের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল পালন করে দলটির সহযোগী ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।
আন্দোলনকারীদের পূর্ব ঘোষণা অনুযায়ী বিক্ষোভ কর্মসূচি পালনে বাকি রয়েছে বাঁধাল ইউনিয়ন। আজকের বিক্ষোভে রাড়িপারা ইউনিয়ন ছাত্র সংগঠনের ওসিবুর রহমান,বক্কর শেখ,রাতুল,ইমরান হোসাইন জয়,মামুন শেখ সহ বেস কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অভিযুক্ত আহবায়কের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে রাড়িপারা ইউনিয়ন ছাত্র দলের বিক্ষোভ কারিদের পক্ষ থেকে বলা হয়,তথাকথিত আহবায়কের কর্মসূচির সাথে কচুয়া উপজেলা ছাত্র সংগঠনের কোন নেতা-কর্মী নেই।তারা দাবি করেন কচুয়া উপজেলার বাহিরের লোক ভাড়া করে মোরেলগন্জ রোডে নামমাত্র কর্মসূচি পালন করে বিভিন্ন ইউনিয়ন বলে প্রচার করা হচ্ছে।এতে প্রমাণ হয় নবগঠিত আহবায়ক দল থেকে জনবিচ্ছিন্ন।
নবগঠিত আহবায়ক কমিটির কয়েক জনের সাথে কথা বলা হয়।জানতে চাওয়া হয় ছাতদলের সংকট নিরসনে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হবে কিনা তারা বলেন,বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এখনো এবিষয়ে কিছু বলা যাচ্ছে না।তবে খুব শীগ্রই নবগঠিত কমিটির পক্ষথেকে আনুষ্ঠানিক কর্মসূচীর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।