সুমন সেন, চট্টগ্রাম সিটি প্রতিনিধি: গতকাল মধ্যরাতে নিজ বাসা থেকে আটক হয় কোতোয়ালি থানার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আরিফ হোসেন ওরফে ধামা আরিফ। জানাযায় গত ২২ নভেম্বর ২০২০ সালের সন্ধ্যা আনুমানিক ছয় ঘটিকায় কোতোয়ালির খলিফা পট্টিতে শিহাবকে দেশীয় আস্ত্র দিয়ে মারধর করেন সন্ত্রাসীরা। ভিকটিমের মাতা হামিদা বেগম বাধা দিতে গেলে, হামিদা বেগম কে বেধরম মারধর করে ও শ্লীলতাহানির চেষ্টা করে এবং ঘর বাড়ি ভাংচুর করে ও স্বর্ণ অলংকার ডাকাতি করে। তৎক্ষনাৎ এলাকাবাসী ক্ষেপে গেলে আসামীরা পালিয়ে যায়। কোতোয়ালি থানা পুলিশ ঘটনা স্থলে পৌছালে বাদিকে আইনের আশ্রয় নেওয়ার অনুরোধ জানায় এবং বাদি হামিদা বেগম ২৩-১১-২০২০ তারিখে আদালতে হাজির হয়ে ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন,গত ১৫-২-২০২১ সালে মামলা যাচাই-বাছাই করে আদালত আসামীদের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। উক্ত আসামীদের মধ্যে ৩ নং আসামীকে আটক করেন কোতোয়ালি থানা পুলিশ । বাকি আসামীরা পলাতক রয়েছেন। এই ঘটনা ১ নং আসামী শাহীন জুবায়ের বাপ্পি ও ২ নং আসামি মো মুজিবুর রহমান( এর নের্তৃত্ব ঘটিয়েছে বলে জানা যায়।
দীর্ঘ বহুদিন যাবদ দুই নং আসামী মোহাম্মদ মুজিবুর রহমান মিথ্যে মামলা দিয়ে ভুক্তভোগী কে ভয় ভীতি দেখিয়ে আসছেন আরও জানা যায় কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী বলে দাবি করে উক্ত এলাকায় চাঁদাবাজি করে আসছে বলে জানাযায়। আরও জানাযায় মো মুজিবুর রহমান বাকলিয়া থানার নিরাপদ হাউজিং সোসাইটির বিহারি বিল্ডিং এর বাসিন্দা। পড়াশোনা টেকনিক্যাল স্কুলে ৮ম শ্রেণী পর্যন্ত। সকল আসামীদের অতিদ্রুত গ্রেফতারের দাবী জানান ভুক্তভোগীরা।