সুমন সেন, চট্টগ্রাম সিটি প্রতিনিধি-চট্টগ্রাম কারাগারে বন্দি নিখোঁজের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেলার ও ডেপুটি জেলারকে প্রত্যাহার করা হয়েছে।এছাড়া, দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে খুলনার ডিআইজি প্রিজন্স মোহাম্মদ সগিরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সকালে এ তথ্য নিশ্চিত করে কারা মহাপরিদর্শক জানান, কমিটির প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদিকে বন্দি নিখোঁজের ঘটনায় শনিবার রাতে নগরীর কোতোয়ালী থানায় বাদী হয়ে মামলা করেন সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান।
নিখোঁজ বন্দি ফরহাদ হোসেন রুবেল, নগরীর সদরঘাট থানার হত্যা মামলার আসামি। তার বাড়ি নরসিংদীতে। গত ৯ই ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।
কারাগারের ১৫ নম্বর কর্ণফুলী ভবনের পানিশমেন্ট ওয়ার্ডে রাখা হয়েছিলো তাকে। শনিবার নিয়মিত বন্দি গণনার সময় তার কারাগারে না থাকার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
এ ঘটনার পর কারাগারে পাগলা ঘণ্টা বাজিয়ে কারা অভ্যন্তরে দাঙ্গা পুলিশ দিয়ে তল্লাশিও চালানো হয়।