নিজস্ব সংবাদদাতাঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চাষকরা লেবু বিদেশে রপ্তানি শুরু হলো আজ ( ৭ মার্চ) থেকে। এই উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নে লেবু চাষীদের সাথে বাংলাদেশ ফুডস এ্যান্ড ভেজিটেবল এলাইড এসোসিয়েশনের প্রতিনিধিদের মতবিনিময় ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে এগারো টায় মতবিনিময় ও উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা লেবু চাষে আগ্রহী কৃষকদের সাথে মতবিনিময় করে তাদের উদ্দেশ্যে বলেন, যদি আপনারা নিরাপদ ও কোয়ারেন্টাইন বালাই মুক্ত ভাবে লেবু উৎপাদন করতে পারেন তাহলে এই লেবু গুলো আমরা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করতে পারব। আর তাতে করে লেবু চাষীদের ভাগ্যের পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস করি। নিরাপদ ও কোয়ারেন্টাইন লেবু চাষ করতে আমরা কৃষি অফিস( ফুলবাড়িয়া) সবসময় কৃষকদের পাশে থাকবে।আপনারা যারা লেবু চাষ করেন বা করবেন তারা শুধু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত কৃষি অফিসারদের নির্দেশনা অনুসরণ করবেন। আর এতে করে আপনারা নিরাপদ ও কোয়ারান্টাইন বালাই মুক্ত রপ্তানি যোগ্য লেবু উৎপাদন করতে পারবেন। ইতোমধ্যে ফুলবাড়িয়া উপজেলায় প্রায় ৬৮০ একর জমিতে লেবু চাষ করা হচ্ছে এবং এই উৎপাদন খুব দ্রুতই আরো বৃদ্ধি পাবে । এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ৭ ই মার্চ উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বক্তব্যের সৃতিচারণ করে ইমদাদুল হক সেলিম বলেন, আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বক্তব্য প্রদান করায় আমার পেয়েছি স্বাধীন এই বাংলাদেশ আর আজ ৭ই মার্চে আমরা ফুলবাড়িয়াবাসী পেলাম নিজেদের চাষ করা লেবু বিদেশে রপ্তানির সুযোগ। এই দিনটি ইতিহাস হয়ে ফুলবাড়িয়াবাসীর কাছে।কেননা আজ থেকে ফুলবাড়িয়ার চাষ করা লেবু বিদেশে রপ্তানি শুরু হলো। তিনি আরও বলেন, আমরা সবাই এক সময় নকিয়া ফোনসেট ব্যবহার করতাম। নকিয়া ছিল একটি দেশের নাম এবং নকিয়া ফোনসেট ছিল একটি ব্যান্ড যা সারা বিশ্বে ¯হান করে নিয়েছিল। এখন আমাদের ফুলবাড়িয়ার লেবু হবে আরেকটি ব্যান্ড যা রপ্তানি হওয়ায় ফুলবাড়িয়াকে বিদেশীরা চিনবেন লেবু উৎপাদনের মাধ্যমে। উক্ত মতবিনিময় ও উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক কৃষিবিদ মতিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্যাকিং হাউজ শ্যামপুর এর উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ড.উম্মে হাবিবা উপ-পরিচালক (উদ্যান)খামার বাড়ি ময়মনসিংহ, ফুলবাড়িয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেসমিন নাহার, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ফুলবাড়িয়া শাখার সভাপতি এমদাদুল হক সেলিম, কৃষিবিদ দেলোয়ার হোসেন ফুলবাড়িয়া কৃষি সম্প্রসারণ অফিসার,কৃষিবিদ প্রীতশ চন্দ্র পাল কৃষি সম্প্রসারণ অফিসার ফুলবাড়িয়া, এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বুলবুল হোসাইন, মোহাম্মদ বিল্লাল হোসেন এসএ পিপিও ফুলবাড়িয়া, মোঃ আবু রায়হান উপ-সহকারী কৃষি অফিসার অফিসার এনায়েতপুর ইউনিয়ন, ফুলবাড়িয়া। এছাড়াও ¯হানীয় প্রায় ৭০ জন লেবু চাষী উপস্থিত ছিলেন।
মোঃ আনসিুর রহমান