লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক রাজশাহী এঁর সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম অালী এঁর নেতৃত্বে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় জায়গীরপাড়া বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ০৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যের জন্য প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১৮,০০০/- জরিমানা ও সতর্ক করা হয়।
তদারকিকালে প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ মেনে চলতে নির্দেশনা দেয়া হয়। এছাড়াও দোকানীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে এবং সামাজিক-শারীরিক দূরত্ব বজায় রেখে কেনা-বেচা করতে নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহায়তা প্রদান করেন চারঘাট উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক।
উক্ত অভিযানে পুলিশ সুপার রাজশাহী এর নির্দেশে চারঘাট মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
১১ views