রেদোয়ান হাসান,ঢাকা জেলা প্রতিনিধি: আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে জাতীয়স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারতেরপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন করবেন বলে জানিয়েছেন গৃহায়নও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে সাভারে অবস্থিত জাতীয়স্মৃতিসৌধের ধোওয়া মোছা ও রংতুলিরকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথাবলেন তিনি।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদএসময় আরও বলেন, আগামী ১৭ মার্চমালদ্বীপের রাষ্ট্রপতি, ২২ মার্চ নেপালেররাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকরবেন। এছাড়া শীলঙ্কার প্রধানমন্ত্রী এমাসের যেকোন দিন স্মৃতিসৌধে আসবেন।
প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, চারটিদেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসায়ঢাকা, সাভার সহ দেশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আগমনকেঘিরে ইতিমধ্যে স্মৃতিসৌধে ধোওয়া মোছা ওরংতুলির কাজ শেষে হয়েছে। স্মৃতিসৌধসহঢাকা-আরিচা মহাসড়ককে নতুন রূপেসাজানো হচ্ছে। চারটি দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে সরকারের দ্বিপাক্ষিকবৈঠকসহ নানা বিষয়ে আলোচনা হবেওজানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রীর সাথে এসময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রণালয়ের সচিব শহিদুল্লাহ খন্দকার,গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীমআখতার, অতিরিক্ত প্রধান প্রকৌশলীমোসলেহ উদ্দিন, স্মৃতিসৌধের উপ-সহকারীপ্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ উপস্থিতছিলেন।