জুনের শুরুতে ফের মাঠে গড়াবে স্থগিত থাকা পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আসরের বাকি সব ম্যাচ হবে করাচিতে।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিষয়টি ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ফ্র্যাঞ্জাইজি এবং গভর্নিং কাউন্সিলের সঙ্গে পরামর্শের পর এই সিদ্ধান্ত নেয় পিসিবি। কোভিড-১৯ সংক্রমণের কারণে ০৪ মার্চ স্থগিত হয়ে যায় পিএসএলের চলতি আসর। কেবল গ্রুপ পর্বের ১৪ ম্যাচ মাঠে গড়িয়েছে। বাকি ২০ ম্যাচ শুরু হবে জুনে। তবে ফের শুরুর তারিখ এখনও নির্দিষ্ট হয়নি।