সাব্বির হোসেন ,শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
আজ ১৭ মার্চ (বুধবার) সকালে উপজেলা প্রশাসন, শরণখোলা থানা পুলিশ, শরণখোলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য র্যালী উপজেলার সদর রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহিদ মিনারে জমায়েত হয়। এরপর উপজেলার কেন্দ্রিয় শহিদ মিনারে শতকণ্ঠে জাতীয় সঙ্গিত পরিবেশন করা হয়। এছাড়া রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলে বেলুন উড়িয়ে জন্মদিনের কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। এসময় উপস্থিত ছিলেন, শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ গাজীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিকেলে কুইজ প্রতিযোগীতা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।