শিরোমণি ডেস্ক : তৃণমূলকে আবার ক্ষমতায় আনলে পশ্চিমবঙ্গ কাশ্মির হয়ে যাবে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী ও মমতার এক সময়কার ঘনিষ্ঠ সহচর শুভেন্দু অধিকারী। বুধবার তিনি বলেছেন, মমতাকে আবার ক্ষমতায় আনলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, কাঁথির নির্বাচনি সভায় দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির ট্রাম্প কার্ড ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যু। বাংলাদেশবিদ্বেষী মন্তব্যের মধ্য দিয়ে তারা একশ্রেণীর ভোটারদের কাছে টানতে চান বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। সম্প্রতি বেহালার মুচিপাড়ায় দেওয়া বক্তব্য শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘যদি তৃণমূল ফের ক্ষমতায় আসে, তাহলে পশ্চিমবঙ্গ কাশ্মির হয়ে যাবে৷’
বুধবার কাঁথিতে শুভেন্দু বলেন, ‘পশ্চিমবঙ্গে ফের যদি তৃণমূলকে ক্ষমতায় আনেন, তাহলে পশ্চিমবঙ্গ নয়, এটা বাংলাদেশ হয়ে যাবে।’
নিউজ এইটিন লিখেছে, বিজেপিতে যাওয়ার পর থেকে মেরুকরণের রাজনীতিই শুভেন্দুর অন্যতম হাতিয়ার। কখনও তিনি বাংলাকে কাশ্মির হয়ে যাওয়ার কথা বলছেন, কখনও বা বাংলাদেশ। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগান নিয়েও তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছেন তিনি। বলেছেন, ‘আপনাকে বাংলার ঘরের মেয়ে কেউ মনে করে না। বাংলার মেয়েরা আপনাকে আপন ভাবে না। আপনি শুধুমাত্র রোহিঙ্গাদের ফুফু আর অনুপ্রবেশকারীদের খালা।’
‘জয় বাংলা’ সহ তৃণমূলের অধিকাংশ স্লোগানই বাংলাদেশের বলে উল্লেখ করে শুভেন্দু বলেন, ‘শ্যামাপ্রসাদের ভূমিকে বাংলাদেশ হতে দেবেন না। তোলাবাজ সরকার আর নয়, আর নয় অন্যায়।’
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি নন্দীগ্রাম থেকে লড়ছেন। শুভেন্দু নন্দীগ্রাম আসন থেকে কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। অন্যদিকে, তৃণমূল নেতারাও শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে পরাজিত করার কথা বলেছেন।