ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) পদমর্যাদার ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি ও পদায়ন করা হয়।
আদেশে ডিএমপির ডিসি মোহাম্মদ মইনুল হাসানকে ট্রাফিক মতিঝিল বিভাগের ডিসি ও ট্রাফিক মতিঝিল বিভাগের ডিসি ওয়াহিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। আর এসি মো. মাহিন ফরাজীকে ডিবি ওয়ারী বিভাগের এসি ও উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের এসি জয়ীতা দাসকে লজিস্টিকস বিভাগের এসি হিসেবে বদলি করা হয়েছে।