এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহ:
বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সামনে এগিয়ে যাওয়ার লক্ষে কাজ করতে সৎ,সাহসী, রাজপথের ত্যাগী ও নির্যাতিত ছাত্রনেতাদের বাছাই করে ময়মনসিংহ জেলা মুক্তিযুদ্ধ ছাএ মঞ্চ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
১৯শে মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মুক্তিযুদ্ধ মঞ্চ এর কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র অধ্যাপক ডক্টর আ ক ম জামাল উদ্দীন এর উপস্থিতিতে ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক এর সহযোগিতায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক সাবিহা মাহফুজ নীলা স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ২ (দুই) বছরের জন্য মুক্তিযুদ্ধ ছাএ মঞ্চ, ময়মনসিংহ জেলা আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
একই সাথে মুক্তিযুদ্ধ ছাএ মঞ্চ, ময়মনসিংহ জেলা কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ১ (এক) মাসের মধ্যে ৭১ (একাত্তর) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় কমিটির নিকট জমা দেয়ারও নির্দেশ প্রদান করা হয়েছে।
ময়মনসিংহ জেলার আংশিক কমিটিতে আশরাফুল রহমান শাহারিয়া সাকিব জেলা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন,মৃন্ময় সরকার শান্ত ও পিয়াস হোসেন সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে রাইন কবির নোয়েব, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে গোলাম রাব্বী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে মাতিনুজ্জামান লিম,দপ্তর সম্পাদক হয়েছেন মেহেদী হাসান, প্রচার সম্পাদক নাবিল আহমেদ, সদস্য মারিজ খান ও অন্যান্য নেতারা।
এসময় – বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কে আহবান জানান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।