ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ঢাকা গামী চাল বোঝাই একটি ট্রাক থেকে ৮০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ একজন মাদক পাঁচারকারী ও মাদক পাঁচারে ব্যবহৃত ১টি ট্রাক, যাহার নাম্বার (ঢাকা মেট্রো-ট-২৪-৪০০৪) জব্দ করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
জানা যায়, শনিবার (২০ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি)আজিম উদ্দিনের নেতৃত্ব এসআই ফজলার রহমান ও এএসআই সারোয়ার জাহান সঙ্গীয় ফোর্স নিয়ে অনুমানিক রাত ১ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কানাগাড়ি বাজারস্থ মোনারুল এর গ্রিল এর দোকানের সামনে চেকপোষ্ট স্থাপন করে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে প্ল¬াস্টিকের বস্তায় রাখা ৮০০ বোতল ফেন্সিডিলসহ ১জন মাদক পাঁচারকারী কে আটক করা হয়। এসময় ট্রাকের ড্রাইভার পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
আটককৃত মাদক ব্যাবসায়ী দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার তুলসীপুর তালপাড়া গ্রামের ওমর আলীর ছেলে মোত্তাদুর ইসলাম(৩৫)। অপর দুজন পলাতক আসামীরা হলো, একই উপজেলার তুলসীপুর মাজারপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে ড্রাইভার রানা মিয়া (৩২) এবং ফুলবাড়ী উপজেলার খোয়ারপাড়া গ্রামের মৃত ওফিজ উদ্দিনের ছেলে ট্রাক মালিক হাফিজুর রহমান।
মাদকের চালানটি ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও নিজ হেফাজত ও বহন আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামীকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।