কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস দুর্ঘটনার খবর শুনে ছুটে যায় ঘটনা স্থলে
মোঃআবু তাহের নীলফামারী
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং করোনা ভাইরাস সংক্রমণ রোধে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উদ্দোগে স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিশোধের বিভিন্ন দপ্তর ও শহরের প্রধান সড়কে জীবাণু নাশক ঔষধ ছিটানো হয়েছে। এমন কি পথচারীরা দুর্ঘটনার কবলে পরার খবর পেলে ছুটে যায় ফায়ার সার্ভিস টিম, শুরুতে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স।
২৩/০৯/২০২০ তারিখে
ফায়ার সার্ভিস এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জনাব মোঃ রেদওয়ানুজ্জামান এর নেতৃত্বে উপজেলা পোস্ট অফিস, হিসাবরক্ষন কর্মকর্তার কার্যালয় অগ্নিনির্বাপন মহড়ার স্থির চিএ ও উপজেলা ভুমি অফিসের সামনে মহড়ার কিছু দৃশ্য দেখানো হয়েছে।
আয়োজিত অগ্নি নির্বাপক মহড়া সহায়তায় অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
আপদকালীন সময়ে প্রাণহানী এবং সম্পদের ক্ষয়ক্ষতির পরিমান কমিয়ে নিজেকে সুরক্ষিত রেখে কিভাবে সহজেই অগ্নিনির্বাপণ করা যায় তার বাস্তব মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় অংশগ্রহন করেন সহকারী কমিশনার (ভুমি), কিভাবে সহজেই গ্যাস সিলিন্ডার ও তরল পদার্থের আগুন নিয়ন্ত্রণ করা যায় সেই সংক্রান্তে বাস্তব মহড়ার মাধ্যমে অবগত করা হয়।
মহড়া শেষে সহকারী কমিশনার (ভুমি)পক্ষ থেকে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স টিমকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।