রেদোয়ান হাসান , সাভার,ঢাকাঃ আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই দিনে বাঙালী জাতি পেয়েছিলো কাঙ্খিত স্বাধীনতা। স্বাধীনতার এই দিনটি উদযাপন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দলমত নির্বিশেষে সবাই আসেন।
তবে এবারের আয়োজনটা একটু ভিন্ন। শ্রদ্ধা জানাতে এসে অনেকেই জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পারেনি।
সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত জনসাধারণের জন্য প্রবেশের অনুমতি থাকলে নিরাপত্তার সার্থে মাত্র একঘন্টার জন্য প্রবেশ করতে পেরেছে শুধু কিছু সংখ্যক জনসাধারণ৷
শুক্রবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে স্মৃতিসৌধ এলাকা দেখা গেছে, পুষ্পস্তবক নিয়ে সড়কের পাশে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ দাড়িয়ে আছে। যারাও স্মৃতিসৌধে প্রবেশ করেছিলো তাদেরকেও ৮টার ভেতরে বের করে দেওয়া হয়। কেউ কেউ ব্যনার নিয়ে স্মৃতিসৌধের বাইরে থেকে ছবি তুলে চলে যাচ্ছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
এ বিষয়ে সাভার থানার পরিদর্শক (ওসি) এ এফ এম সায়েদ বলেন, কঠোর নিরাপত্তার সার্থে বর্ধিত ৩ ঘন্টা সময় থেকে ১ ঘন্টায় আনা হয়েছে। আমরা এখন স্মৃতিসৌধ এলাকা থেকে জনসাধারণের সড়িয়ে দেওয়া হচ্ছে।
১ view