মোহাম্মদ বাতেন, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ শরীয়তপুর জেলা প্রাশাসক এর উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে শরীয়তপুর জেলা প্রশাসক। অনুষ্ঠান এর শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত, সকল শহীদদের রূহের মাগফিরাত দোয়া ও মোনাজাত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, আনন্দ র্যালী, বঙ্গবন্ধু বইমেলা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথি জনাব এস.এম আশরাফুজ্জামান, শরীয়তপুর পুলিশ সুপার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন: শরীয়তপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব ইকবাল হোসেন (অপু) এবং বিশেষ অতিথি : জনাব, ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা পরিষদের চেয়ারম্যান । ডা: এস. এম. আব্দুল্লাহ আল-মুরাদ, সিভিল সার্জেন শরীয়তপুর । জনাব, অনল কুমার দে, সাধারণ সম্পাদক শরীয়তপুর জেলা আওয়ামীলীগ। বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন তপাদার, উপজেলা চেয়ারম্যান শরীয়তপুর। জনাব মোঃ পারভেজ রহমান, মেয়র শরীয়তপুর পৌরসভা, শরীয়তপুর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা প্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান। সকাল ১১:৪৫ মিনিট এ প্রায় দুইশতাধিক শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধা এবং বিরংগনার হাতে সংবর্ধনা পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
২৬ই মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভেদরগঞ্জ, ডামুড্যা, নড়িয়া, জাজিরা, গোসাইরহাট, সখিপুর
থানা ও উপজেলা বিভিন্ন স্থানে পবিত্র কোরআন তেলোয়াত, দোয়া ও মোনাজাত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, র্যালী, খেলাধুলা, আলোচনা সভা এবং সাংস্কৃর্তিক সন্ধার আয়োজন করে থানা ও উপজেলা প্রশাসক এবং আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।
৩৮ views