এস এম আরিফুল ইসলাম জিমন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে রাতের আধারে গাছ কেটে চুরি করে নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে ঘটনা স্থলে পৌছালে বিশাল আকারের ইউক্যালিপ্টাসের কিছু গাছ সহ তিন জন কে হাতেনাতে আটক করে ঘোড়াঘাট থানা পুলিশ।
জানা যায়, শনিবার (২৮ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিনের নেতৃত্বে এএসআই সারোয়ার জাহান সঙ্গীয় ফোর্স নিয়ে অনুমানিক রাত ১১:৩০ মিনিটের দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আ লিক মহাসড়কে পার্শ্বে জুস মিলের পিছনে রাস্তাার গাছ কেটে নিয়ে যাচ্ছে। পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাফিউল আলমের পরিচালনায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতে ২ বছর করে তিন জনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সাজা প্রাপ্ত আসামীরা হলো দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কশিগাড়ি মধ্যপাড়া গ্রামের মহোর আলীর ছেলে মনজু মিয়া(৩৩) অপর একজন একই উপজেলার বিন্নাগাড়ি গ্রামের আব্দুর রহিম এর ছেলে মাহাবুব রহমান (৩৫) এবং শ্যামপুর গ্রামের মোজাম্মেল ইসলামের ছেলে আলহাজ্ব মিয়া(২৭) কে আটক করে পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাফিউল আলম বলেন, রাতের আধারে চোর চক্র গাছ কাটছিল মর্মে খবর পেয়ে থানা পুলিশ তাদেরকে হাতেনাতে আটক করে এবং মোবাইল কোর্টের মাধ্যমে ওই ৩ জনকে বন আইন-১৯২৭ এর ২৯ ধারা অনুযায়ী ২ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে প্রেস ব্রিফিং এর পর দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।