উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধিঃ কচুয়া উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির পক্ষ থেকে কোভিড-১৯ করোনা ভাইরাস টিকা রেজিষ্ট্রেশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
আজ মঘিয়া ইউনিয়ন পরিষদে কচুয়া এপির আয়োজনে এ টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হয়।
এর আগে আন্তর্জাতিক সেবা মূলক সংস্থাটির মাধ্যমে উপজেলায় অন্য ইউনিয়নেও এ টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে । কচুয়া উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ৫ টি ইউনিয়নে পর্যায়ক্রমে রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে।
২৮ মার্চ রবিবার অনুষ্ঠিত টিকা রেজিষ্ট্রেশন কার্যক্রমে উপস্থিত ছিলেন কচুয়া এপির প্রোগ্রাম অফিসার দিনা পাটোয়ারী,বিপ্লব ইসহাক সরদার,কল্লোল বেন্জামিন দাস,স্পন্সরশীপ প্রকল্পের অফিসার পলাশ রন্জন সরকার সহ দৈনিক শিরোমনি পত্রিকার সাংবাদিক উজ্জ্বল কুমার দাস।এছাড়াও এপির সহায়তাকারী ও নিবন্ধিত আরসি পরিবারের অভিভাবকেরা অংশ নেয়।
২ views