টাঙ্গাইলের গোপালপুরে করোনা ভাইরাসের সংক্রমণরোধে মাস্ক না পড়ার অপরাধে ১৩ জন পথচারী ও ব্যবসায়ীদেরকে ২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ মার্চ) বিকাল ৫টায় পৌর শহরের কোনাবাড়ি বাজার, বাসস্ট্যান্ড, সূতী কালিবাড়ি বাজারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক। তিনি জানান, করোনারোধে মঙ্গলবার বিকালে পৌর শহরের বিভিন্ন স্থানে মাস্ক ব্যবহার নিশ্চিত করণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করা হয়েছে। এসময় মাস্ক না পড়ার অপরাধে ১৩ জনকে মোট ২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাস্কও বিতরণ করা হয়।
এ ধরণের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে জানা গেছে।