সুবর্ণচর উপজেলায় সিদ্দিক মার্কেট এর পাশে অবৈধভাবে একটি ইটভাটা কৃষি জমিতে নির্মাণ করার জরিমানা আদায় করা হয়েছে।
অবৈধভাবে ইটভাটা নির্মাণ করা হচ্ছে এমন তথ্য পেয়ে পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, চরজব্বর থানার পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য সহ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের দিকনির্দেশনা প্রদান করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম ইবনুল হাসান ইভেন। ইটভাটা পরিবেশ ছাড়পত্র, লাইসেন্স কোন কিছু না নিয়েই কৃষি জমিতে ইটভাটা স্থাপনের কাজ করে অসাধু ব্যবসায়ীরা। তাই উক্ত ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে ১,০০,০০০ (এক লক্ষ টাকা জরিমানা) করা হয়। এবং একটি এক্সকেভেটর এর সাহায্যে ইটভাটার কিছু অংশ ভাঙ্গা হয়। পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট এর অভাবে চিমনী ভাঙ্গা সম্ভব হয়নি।
জনস্বার্থে ইট ভাটায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।