শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধিঃ
তেলিগাতীরকৃতি সন্তান, তেলিগাতী কেন্দ্রীয় শহিদ মিনারের প্রতিষ্ঠাতা ও কুয়েট কর্পোরেট শাখার নিসিয়র অফিসার শেখ জাহিদ ইকবাল কর্মজীবণের পাশাপাশি সমাজসেবায় বিশেষ অবদান রাখার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ¯ী^কৃতিস্বরুপ খুসাস স্বাধীনতা পদক, মাদার তেরেসাঁ স্বর্ণপদক, সম্মননা স্বরক ও সম্মননা ক্রেস্ট সহ বিভিন্ন পদক অর্জন করেছে। সম্প্রতি তিনি খুসাস স্বাধীনতা পদক অর্জন করায় তেলিগাতী গ্রামবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।
খুলনা সাহিত্য সাংষ্কৃতিক সংস্থা(খুসাস) এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে গুণিজন সম্মাননা ও পদক প্রদান অনুষ্ঠানে ব্যাংকার শেখ জাহিদ ইকবালকে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এবং মুজিব বর্ষে তালবীজ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত থাকার স্বীকৃতিস্বরুপ খুসাস স্বাধীনতা পদক ও সম্মননা পত্র প্রদান করা হয়। এর আগে তিনি তেলিগাতীতে নিজ অর্থে( ৮লক্ষ টাকা ব্যয়ে) দৃষ্টিনন্দন শহিদ মিনার ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করায় খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ শেখ হারুনুর রশীদের হাত থেকে সম্মননা স্বারক গ্রহণ করেন। তিনি হিউম্যানিটি গার্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদার তেরেসাঁ স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া তিনি তার কর্মজীবণের আয়ের উৎস থেকে সমাজসেবায় বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা এবং সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রাখায় বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেষ্ট, সম্মননা স্বারক প্রদান করা হয়। শেখ জাহিদ ইকবালের এই অর্জনে তেলিগাতী গ্রামবাসী নিজেদেরকে ধণ্যবলে মনে করে। তাছাড়া আগামীতে জাহিদ ইকবাল তার কর্মকান্ডের স্বীকৃতিস্বরুপ জাতীয় পর্যায়ে কোন সম্মান এনে দেবে বলে মনে করে গ্রামের সুশিল সমাজের ব্যক্তিবর্গ।