এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
কুমিল্লার তিতাস উপজেলার ভূঁইয়ার বাজার টু ভাটিপাড়া গ্রামের রাস্তা নয়?যেন মরুভূমিতে পরিণত হয়েছে।শুধুই বালি উড়ে। দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের মূল সড়কটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে।এই রাস্তাটি দিয়ে বিভিন্ন জায়গায় খুব সহজে যাতায়াত করা যায়।এ রাস্তা দিয়ে রিকশা, ভ্যান, ইজিবাইক, সিএনজিসহ বিভিন্ন রকমের যান চলাচল করে।স্থানীয়রা জানান,রাস্তাটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করে।গ্রামের কোনো মানুষ খুব গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত এম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। উপজেলার সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হওয়ায় অত্যন্ত জন গুরুত্বপূর্ণ এ রাস্তাটি।দুরঃদশা থেকে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন আপামর জনসাধারণ।এই বিষয়ে জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান বলেন, আমি রাস্তাটিতে মাটি ভরাটের কাজ করেছি।এখন রাস্তা দিয়ে শুধু বালি উড়ে। সংস্কারের প্রয়োজন। আমি কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনের এমপি সেলিমা আহমাদ মেরী’র নিকট চাহিদাপত্র দিয়েছি, তিনি আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই কাজ শুরু হবে।রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে প্রতিনিয়ত।ভাটিপাড়া গ্রামে প্রাইমারি স্কুল রয়েছে।রাস্তাটির বেহাল দশা গত কয়েক বছর ধরে। বর্ষার মৌসুমে রাস্তাটি আরও ভেঙ্গে যায়। অতি দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে।তাই বৃহত্তর জনস্বার্থে দ্রুত রাস্তাটি মেরামত করা প্রয়োজন।
৫৪ views